আজ ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আপডেট

* ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে ভর্তি চলমান * ---------------

আসসালামু আলাইকুম মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যানে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন।এভাবেই দক্ষ ,অভিজ্ঞ,জ্ঞান সু-গভীর ও বিদ্যানুরাগী এক মহা পুরুষ ঈশ্বর চন্দ্র মজুমদার সাহেব ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য,আদর্শ ও সুনাগরিক রুপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়,কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের প্রত্যন্ত আলীনকিপুর গ্রামে প্রাকৃতিক, সু-নিবিড় ও মনোরম পরিবেশে মানসম্মত আধুনিক বিদ্যাপিঠ হিসাবে ১৯৬৪ খ্রি. প্রতিষ্ঠিত আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি ২০১৯ সালে কলেজে উন্নীত করন হয়। প্রতিষ্ঠানের দক্ষ গভর্ণিংবডি ,সুদক্ষ শিক্ষক মন্ডলী সহ সকল অংশীজনের ঐকান্তিক প্রচেষ্টায় আধুনিক ও বিশ্বমানের সুনাগরিক গড়ে তোলাই আমার অঙ্গীকার।

মোহাম্মদ জহিরুল ইসলাম
অধ্যক্ষ
আলিনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
মনোহরগঞ্জ, কুমিল্লা ।

Scroll to Top