- Home
- President Message
জনাব -------------
আলীনকিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ। এটি মনোহরগঞ্জ উপজেলার ৩ নং হাসনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলীনকিপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৬৪ খ্রি. প্রতিষ্ঠিত হয়ে ২০১৯ সালে কলেজে উন্নীত করন হয়। এটি অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত। জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি । মানবতা,শান্তি ও উন্নয়নে শিক্ষা আপোসহীন ও অবিচ্ছেদ্য। সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মানুষ তৈরির জন্য সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার দুর্লভ নির্যাসে প্রতিনিয়ত পবিত্র ও পরিপূর্ণ হচ্ছে এই ধারা। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার মানদন্ডকে সামনে রেখে পড় তোমার প্রভুর নামে এই নীতি বাক্যকে মর্মমূলে ধারন করে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি সহপাঠক্রমিক সকল কার্যাবলি সঠিকভাবে পরিচালিত হয়ে থাকে এবং উত্তরোত্তর যাতে আরো ভালো হয় তার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়। অত্র প্রতিষ্ঠানটি দক্ষ গভর্ণিং বডির সুনিবিড় তত্বাবধানে এক ঝাঁক মেধাবী ও প্রশিক্ষন প্রাপ্ত সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক,এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি।