নিভূত পল্লীর শিক্ষা বঞ্চিত অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীকে আলোকিত ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৬৪ খ্রি. অত্র এলাকার শিক্ষানুরাগী জ্ঞান পিপাসু ব্যক্তিবর্গের একান্ত প্রচেষ্টায় কুমিল্লা জেলার বর্তমান মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন হতে,বিজ্ঞান ,মানবিক, ও ব্যবসায় শিক্ষা শাখা হতে উত্তীর্ণ অসংখ্য শিক্ষার্থী উচ্চ শিক্ষা শেষে আজ প্রতিষ্ঠিত। এস,এস,সি পাশ করে ঝড়ে পড়া গরিব অসহায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে এলাকার শিক্ষানুরাগী সমাজ হিতৈষী উদ্যোক্তা গনের প্রচেষ্টায় ২০১৯ খ্রি. প্রতিষ্ঠানটিতে কলেজ শাখা চালু করা হয়। এই প্রতিষ্ঠানটি বর্তমানে কুমিল্লা জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। গভর্ণিং বডির সদস্য বৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভভাবকবৃন্দ,শিক্ষার্থী সহ সর্বোপরি এলাকাবাসির সমন্বিত প্রচেষ্টার ফলেই এ অসাধ্য সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ার তাঁরা তাদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন । প্রতিষ্ঠানের সাফল্য অভিভাবকগনের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়া ও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সব কিছুর মুলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগনের একাগ্রতা , শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগনের মধ্যে সমন্বয় সাধন । শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।